অনুবাদ
তেলাওয়াত

৮২ . আল ইন্‌ফিতার - (الانفطار) | বিদীর্ণ করা

makkah, মোট আয়াতঃ ১৯

إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ

অর্থ: যখন আসমান বিদীর্ণ হবে।

وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ

অর্থ: আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে।

وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ

অর্থ: আর যখন সমুদ্রগুলোকে একাকার করা হবে।

وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ

অর্থ: আর যখন কবরগুলো উন্মোচিত হবে।

عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ

অর্থ: তখন প্রত্যেকে জানতে পারবে, সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে।

يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ

অর্থ: হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে?

ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ

অর্থ: যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুসম করেছেন, তারপর তোমাকে সুসমঞ্জস করেছেন।

فِىٓ أَىِّ صُورَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ

অর্থ: যে আকৃতিতে তিনি চেয়েছেন তোমাকে গঠন করেছেন।

كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ

অর্থ: কখনো নয়, তোমরা তো প্রতিদান দিবসকে অস্বীকার করে থাক।

১০

وَإِنَّ عَلَيْكُمْ لَحَـٰفِظِينَ

অর্থ: আর নিশ্চয় তোমাদের উপর সংরক্ষকগণ রয়েছে।

১১

كِرَامًا كَـٰتِبِينَ

অর্থ: সম্মানিত লেখকবৃন্দ।

১২

يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ

অর্থ: তারা জানে, যা তোমরা কর।

১৩

إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ

অর্থ: নিশ্চয় সৎকর্মপরায়ণরা থাকবে সুখ- স্বাচ্ছন্দ্যে।

১৪

وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍ

অর্থ: আর নিশ্চয় অন্যায়কারীরা থাকবে প্রজ্জ্বলিত আগুনে।

১৫

يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ

অর্থ: তারা সেখানে প্রবেশ করবে প্রতিদান দিবসে।

১৬

وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ

অর্থ: আর তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না।

১৭

وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ

অর্থ: আর কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?

১৮

ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ

অর্থ: তারপর বলছি, কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?

১৯

يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْـًٔا ۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ

অর্থ: সেদিন কোন মানুষ অন্য মানুষের জন্য কোন কিছুর ক্ষমতা রাখবে না। আর সেদিন সকল বিষয় হবে আল্লাহর কর্তৃত্বে।

৮২ . আল ইন্‌ফিতার - (الانفطار) | বিদীর্ণ করা

makkah, মোট আয়াতঃ ১৯

١ إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ ٢ وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ ٣ وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ ٤ وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ ٥ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ ٦ يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ ٧ ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ ٨ فِىٓ أَىِّ صُورَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ ٩ كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ ١٠ وَإِنَّ عَلَيْكُمْ لَحَـٰفِظِينَ ١١ كِرَامًا كَـٰتِبِينَ ١٢ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ ١٣ إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ ١٤ وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍ ١٥ يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ ١٦ وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ ١٧ وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ ١٨ ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ ١٩ يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْـًٔا ۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ