অনুবাদ
তেলাওয়াত

৮৭ . আল আ'লা - (الأعـلى) | সর্বোন্নত

makkah, মোট আয়াতঃ ১৯

سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى

অর্থ: তুমি তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ কর,

ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ

অর্থ: যিনি সৃষ্টি করেন। অতঃপর সুসম করেন।

وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ

অর্থ: আর যিনি নিরূপণ করেন অতঃপর পথ নির্দেশ দেন।

وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ

অর্থ: আর যিনি তৃণ-লতা বের করেন।

فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ

অর্থ: তারপর তা কালো খড়-কুটায় পরিণত করেন।

سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ

অর্থ: আমি তোমাকে পড়িয়ে দেব অতঃপর তুমি ভুলবে না।

إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ

অর্থ: আল্লাহ যা চান তা ছাড়া। নিশ্চয় তিনি জানেন, যা প্রকাশ্য এবং যা গোপন থাকে।

وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ

অর্থ: আর আমি তোমাকে সহজ বিষয় সহজ করে দেব।

فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ

অর্থ: অতঃপর উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসু হয়।

১০

سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ

অর্থ: সে-ই উপদেশ গ্রহণ করে, যে ভয় করে ।

১১

وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى

অর্থ: আর হতভাগাই তা এড়িয়ে যায়।

১২

ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ

অর্থ: যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে।

১৩

ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ

অর্থ: তারপর সে সেখানে মরবেও না এবং বাঁচবেও না।

১৪

قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ

অর্থ: অবশ্যই সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করবে,

১৫

وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ

অর্থ: আর তার রবের নাম স্মরণ করবে, অতঃপর সালাত আদায় করবে।

১৬

بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا

অর্থ: বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ।

১৭

وَٱلْـَٔاخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰٓ

অর্থ: অথচ আখিরাত সর্বোত্তম ও স্থায়ী।

১৮

إِنَّ هَـٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ

অর্থ: নিশ্চয় এটা আছে পূর্ববর্তী সহীফাসমূহে।

১৯

صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ

অর্থ: ইবরাহীম ও মূসার সহীফাসমূহে।

৮৭ . আল আ'লা - (الأعـلى) | সর্বোন্নত

makkah, মোট আয়াতঃ ১৯

١ سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى ٢ ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ ٣ وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ ٤ وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ ٥ فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ ٦ سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ ٧ إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ ٨ وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ ٩ فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ ١٠ سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ ١١ وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى ١٢ ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ ١٣ ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ ١٤ قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ ١٥ وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ ١٦ بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا ١٧ وَٱلْـَٔاخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰٓ ١٨ إِنَّ هَـٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ ١٩ صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ