অনুবাদ
তেলাওয়াত

১১৪ . আন নাস - (الـناس) | মানবজাতি

makkah, মোট আয়াতঃ ৬

قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ

অর্থ: বল, ‘আমি আশ্রয় চাই মানুষের রব,

مَلِكِ ٱلنَّاسِ

অর্থ: মানুষের অধিপতি,

إِلَـٰهِ ٱلنَّاسِ

অর্থ: মানুষের ইলাহ-এর কাছে,

مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ

অর্থ: কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে দ্রুত আত্মগোপন করে।

ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ

অর্থ: যে মানুষের মনে কুমন্ত্রণা দেয়।

مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ

অর্থ: জিন ও মানুষ থেকে।

১১৪ . আন নাস - (الـناس) | মানবজাতি

makkah, মোট আয়াতঃ ৬

١ قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ ٢ مَلِكِ ٱلنَّاسِ ٣ إِلَـٰهِ ٱلنَّاسِ ٤ مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ ٥ ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ ٦ مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ