অনুবাদ
তেলাওয়াত

৮৮ . আল গাশিয়াহ্‌ - (الغاشـيـة) | আচ্ছাদন/ কিয়ামত

makkah, মোট আয়াতঃ ২৬

هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَـٰشِيَةِ

অর্থ: কিয়ামতের সংবাদ কি তোমার কাছে এসেছে?

وُجُوهٌ يَوْمَئِذٍ خَـٰشِعَةٌ

অর্থ: সেদিন অনেক চেহারা হবে অবনত।

عَامِلَةٌ نَّاصِبَةٌ

অর্থ: কর্মক্লান্ত, পরিশ্রান্ত।

تَصْلَىٰ نَارًا حَامِيَةً

অর্থ: তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে।

تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍ

অর্থ: তাদের পান করানো হবে ফুটন্ত ঝর্ণা থেকে।

لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ

অর্থ: তাদের জন্য কাঁটাবিশিষ্ট গুল্ম ছাড়া কোন খাদ্য থাকবে না।

لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍ

অর্থ: তা মোটা-তাজাও করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না।

وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ

অর্থ: সেদিন অনেক চেহারা হবে লাবণ্যময়।

لِّسَعْيِهَا رَاضِيَةٌ

অর্থ: নিজদের চেষ্টা সাধনায় সন্তুষ্ট।

১০

فِى جَنَّةٍ عَالِيَةٍ

অর্থ: সুউচ্চ জান্নাতে।

১১

لَّا تَسْمَعُ فِيهَا لَـٰغِيَةً

অর্থ: সেখানে তারা শুনবে না কোন অসার বাক্য।

১২

فِيهَا عَيْنٌ جَارِيَةٌ

অর্থ: সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা,

১৩

فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ

অর্থ: সেখানে থাকবে সুউচ্চ আসনসমূহ।

১৪

وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ

অর্থ: আর প্রস্তুত পানপাত্রসমূহ।

১৫

وَنَمَارِقُ مَصْفُوفَةٌ

অর্থ: আর সারি সারি বালিশসমূহ।

১৬

وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ

অর্থ: আর বিস্তৃত বিছানো কার্পেটরাজি।

১৭

أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ

অর্থ: তবে কি তারা উটের প্রতি দৃষ্টিপাত করে না, কীভাবে তা সৃষ্টি করা হয়েছে?

১৮

وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ

অর্থ: আর আকাশের দিকে, কীভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে?

১৯

وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ

অর্থ: আর পর্বতমালার দিকে, কীভাবে তা স্থাপন করা হয়েছে?

২০

وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ

অর্থ: আর যমীনের দিকে, কীভাবে তা বিস্তৃত করা হয়েছে?

২১

فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌ

অর্থ: অতএব তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র।

২২

لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ

অর্থ: তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও।

২৩

إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ

অর্থ: তবে যে মুখ ফিরিয়ে নেয় এবং কুফরী করে,

২৪

فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ

অর্থ: ফলে আল্লাহ তাকে কঠোর আযাব দেবেন।

২৫

إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ

অর্থ: নিশ্চয় আমারই নিকট তাদের প্রত্যাবর্তন।

২৬

ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم

অর্থ: তারপর নিশ্চয় তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্বে।

৮৮ . আল গাশিয়াহ্‌ - (الغاشـيـة) | আচ্ছাদন/ কিয়ামত

makkah, মোট আয়াতঃ ২৬

١ هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَـٰشِيَةِ ٢ وُجُوهٌ يَوْمَئِذٍ خَـٰشِعَةٌ ٣ عَامِلَةٌ نَّاصِبَةٌ ٤ تَصْلَىٰ نَارًا حَامِيَةً ٥ تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍ ٦ لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ ٧ لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍ ٨ وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ ٩ لِّسَعْيِهَا رَاضِيَةٌ ١٠ فِى جَنَّةٍ عَالِيَةٍ ١١ لَّا تَسْمَعُ فِيهَا لَـٰغِيَةً ١٢ فِيهَا عَيْنٌ جَارِيَةٌ ١٣ فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ ١٤ وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ ١٥ وَنَمَارِقُ مَصْفُوفَةٌ ١٦ وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ ١٧ أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ ١٨ وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ ١٩ وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ ٢٠ وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ ٢١ فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌ ٢٢ لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ ٢٣ إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ ٢٤ فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ ٢٥ إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ ٢٦ ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم