অনুবাদ
তেলাওয়াত

৯৪ . আল ইনশিরাহ - (الانشراح) | বক্ষ প্রশস্তকরণ

makkah, মোট আয়াতঃ ৮

أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ

অর্থ: আমি কি তোমার জন্য তোমার বক্ষ প্রশস্ত করিনি?

وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ

অর্থ: আর আমি নামিয়ে দিয়েছি তোমার থেকে তোমার বোঝা,

ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ

অর্থ: যা তোমার পিঠ ভেঙ্গে দিচ্ছিল।

وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ

অর্থ: আর আমি তোমার (মর্যাদার) জন্য তোমার স্মরণকে সমুন্নত করেছি।

فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا

অর্থ: সুতরাং কষ্টের সাথেই রয়েছে সুখ।

إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا

অর্থ: নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে সুখ।

فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ

অর্থ: অতএব যখনই তুমি অবসর পাবে, তখনই কঠোর ইবাদাতে রত হও।

وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب

অর্থ: আর তোমার রবের প্রতি আকৃষ্ট হও।

৯৪ . আল ইনশিরাহ - (الانشراح) | বক্ষ প্রশস্তকরণ

makkah, মোট আয়াতঃ ৮

١ أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ٢ وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ ٣ ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ ٤ وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ ٥ فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا ٦ إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا ٧ فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ ٨ وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب