অনুবাদ
তেলাওয়াত

১১৩ . আল ফালাক্ব - (الـفلق) | নিশিভোর

makkah, মোট আয়াতঃ ৫

قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ

অর্থ: বল, ‘আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের কাছে,

مِن شَرِّ مَا خَلَقَ

অর্থ: তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

অর্থ: আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়,

وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِى ٱلْعُقَدِ

অর্থ: আর গিরায় ফুঁ-দানকারী নারীদের অনিষ্ট থেকে,

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

অর্থ: আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে’।

১১৩ . আল ফালাক্ব - (الـفلق) | নিশিভোর

makkah, মোট আয়াতঃ ৫

١ قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ ٢ مِن شَرِّ مَا خَلَقَ ٣ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ٤ وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِى ٱلْعُقَدِ ٥ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ