অনুবাদ
তেলাওয়াত

৯৫ . আত ত্বীন - (الـتين) | ডুমুর

makkah, মোট আয়াতঃ ৮

وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ

অর্থ: কসম ‘তীন ও যায়তূন’ এর।

وَطُورِ سِينِينَ

অর্থ: কসম ‘সিনাই’ পর্বতের,

وَهَـٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ

অর্থ: কসম এই নিরাপদ নগরীর।

لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍ

অর্থ: অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।

ثُمَّ رَدَدْنَـٰهُ أَسْفَلَ سَـٰفِلِينَ

অর্থ: তারপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি হীনদের হীনতম রূপে।

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ

অর্থ: তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।

فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ

অর্থ: সুতরাং এরপরও কিসে তোমাকে কর্মফল সম্পর্কে অবিশ্বাসী করে তোলে?

أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَـٰكِمِينَ

অর্থ: আল্লাহ কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন?

৯৫ . আত ত্বীন - (الـتين) | ডুমুর

makkah, মোট আয়াতঃ ৮

١ وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ ٢ وَطُورِ سِينِينَ ٣ وَهَـٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ ٤ لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍ ٥ ثُمَّ رَدَدْنَـٰهُ أَسْفَلَ سَـٰفِلِينَ ٦ إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ ٧ فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ ٨ أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَـٰكِمِينَ